বিজয় বার্তা ২৪ ডট কম
শহরে দেওভোগে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হৃদয় ওরফে বাবু হত্যাকান্ডে সাথে জড়িত আরও ২ জন আসামীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গেয়েন্দা ডিবি পুলিশ। গত সোমবার রাত ১০ টায় শহরের দেওভোগ মাদরাসা এলাকায় এস আই মফিজুল ইসলাম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গেফতারকৃতরা হলেন, ফতুল্লা থানাধীন দেওভোগ মাদরাসা এলাকার লাল মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৪) ও দেওভোগ নাগবাড়ি এলাকার এস কেন্দার মিয়ার ছেলে সুমন (২৭)। নারায়ণগঞ্জের আলোচিত মাদক ব্যবসায়ী হাসানের অন্যতম সহযোগী বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এর আগে সোমবার বাবু হত্যাকান্ডে সাথে জড়িত মাদক ব্যবসায়ী হাসান বাহিনীর সদস্য গ্রেফতারকৃত সেলিম হত্যাকান্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পওে সেলিমের তথ্য মতে আরো ২ আসামীকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, শহরের দেওভোগ এলাকায় মাদক ব্যবসার প্রভাব বিন্তার নিয়ে হৃদয় ওরফে বাবুকে তার প্রতিপক্ষ বাহিনী কুপিয়ে হত্যা করে। সেই মামলায় গ্রেফতার সেলিম আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। আদালতে তার দেয়া জবানবন্দির তথ্য মতে হাসান বাহিনীর সদস্য আলমগীর ও সুমনকে গ্রেফতার করা হয়েছে। তারা বাবু হত্যাকান্ডের সাথে জড়িত ছিল। তাই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে মঙ্গলবার ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, মাদক ব্যবসার বিরোধের জেরে বাবুকে হত্যা করে হাসান বাহিনী। গত ১০ নভেম্বর বাবুকে কুপিয়ে হত্যার পরদিন হাসানকে প্রধান আসামি করে আরও ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন নিহত বাবুর বড় ভাই মাহমুদুল ইসলাম সুজন।