স্টাফ রিপোর্টা,বিজয় বার্তা ২৪
রাজধানীর মিরপুরে পুলিশের কারণে আগুনে পোড়া চা বিক্রেতা বাবুলের মৃত্যুর ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, আর তাই যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসছে, তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার রাতে মিরপুরের শাহআলী এলাকায় পুলিশের লাঠির আঘাতের জেরে চুলার আগুনে চা বিক্রেতা বাবলু দগ্ধ হন; আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, মাদক ব্যবসার প্রতিবাদ করায় বেশ কিছুদিন ধরেই পুলিশ তাকে হয়রানি করে আসছিল।
এ ব্যাপারে মন্ত্রী বলেন, ‘তদন্তের পর যদি কেউ দায়ী হয়, কেউ দোষী হয় অবশ্যই তার শাস্তি হবে, ব্যবস্থা হবে। তবে এখন আমরা ঘটনাটা জেনে নিই, সেখানে কী ঘটেছিল।’
একের পর এক অভিযোগ আসায় পুলিশ ইমেজ সংকটে পড়ছে কি না তা জানতে চাইলে কামাল বলেন, ‘অবশ্যই না। আমি মনে করি, পুলিশের ইমেজ আরো বাড়ছে। কারণ পুলিশ সব সময় ভালো কাজ করছে।’ এ ছাড়া তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের আধুনিকায়ন হচ্ছে।