বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিকের আওতাধীন শীতলক্ষ্যা নদী থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত বাবুরাইল খালের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধণ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
রবিবার বিকেলে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের আমবাগান এলাকায় এই প্রকল্পের কাজ উদ্বোধন করেন তিনি।এসময় কাশীপুর বাসীকে সাথে এই কাজ শুরু করেন।
এসময় মেয়র আইভী বলেন, খাল সংরক্ষণের ব্যাপারে সরকারের আদেশ রয়েছে। কেউ অবৈধভাবে খাল দখল করতে পারবেনা এমন নির্দেশনা দেয়া আছে। আমি তো আপনাদেরই সন্তান, বোন। আমি তো বলেছি প্রয়োজনে ভাঙার টাকাও দেবো। আমি একশো জন মানুষের জন্য পাঁচলাখ মানুষকে কষ্ট দিতে পারিনা। দখলদারি চলবে না। সিটি করপোরেশনের সকল খাল, পুকুর উদ্ধার করবোই। আগামী ১৫ দিনের মধ্যে প্রায় ২০০ কোটি টাকার টেন্ডার হয়ে গেছে। নারায়ণগঞ্জ, কদম রসুল, সিদ্ধিরগঞ্জ। কদমরসুলে ৫টি খাল, পুকুর টেন্ডার হচ্ছে। সবগুলোর পুকুরই উদ্ধার করা হবে।
মেয়র বলেন, আমি যখন দলীয় ফোরামে গিয়ে দাড়াই তখন আমার দলের কথা বলতেই হবে। আমি বঙ্গবন্ধুর আদর্শের দল করি। সেই আদর্শ থেকে আমাকে কেউ সরাতে পারবেনা। যারা অন্যদল করছে তাদের প্রতি সম্মান রেখেই আমি উন্নয়ন কাজ করতে চাই।
তিনি আরো বলেন, নাসিকের কাজে কোন ঠিকাদার দুই নম্বরী করতে পারেন না। ইঞ্জিনিয়াদের থেকে শতভাগ কাজ বুঝে নিতে না পারলেও ৯০ভাগ কাজ বুঝে নেই। গর্বের সাথে বলতে পারবো নাসিকে ৯০ ভাগ দুর্নীতি হয়না। শতভাগের ব্যাপারে কেউ গ্যারান্টি দিতে পারবেনা। আমি আপনাদের সাথে মিথ্যার আশ্রয় নিতে চাইনা। যতুটুকু পারি আপনাদের ততটুকু আশ্বস্থ করতে চাই।
এসময় মেয়র আইভীর সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অঙ্কন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী রেজা উজ্জ্বল, কৃষক-শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি দেলোয়ার হোসেন, বাবুরাইল পঞ্চায়েত কমিটির সভাপতি আহমেদ ব্যাপারী, ছাত্রলীগ নেতা রাগিব হাসান রনক সহ অন্যান্যরা।