বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের চালঞ্চ্যকর মা ও দুই শিশুসহ পাঁচ হত্যা মামলার রায়ে একমাত্র আসামী মাহফুজের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম হোসনে আরা আকতার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় মৃত্য্যুদন্ড প্রাপ্ত আসামী মাহফুজ উপস্থিতি ছিলেন।
এদিকে এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন। দ্রুত রায় কার্যকর করার দাবী জানান মামলার বাদী শফিকুল ইসলাম। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান আসামী পক্ষের আইনজীবীরা।
প্রসঙ্গত, শহরের বাবুরাইল এলাকার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছোট ভাইয়ের স্ত্রী লামিয়ার সাথে ভাগ্নে মাহফুজের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে । বিষয়টি জানাজানি হলে মাহফুজকে জুতা পেটা করে মামা শফিকুল তার বাড়িতে আসা বন্ধ করে দেয়। ২০১৬ সালের ১৫ জানুয়ারী রাতে মাহফুজ গোপনে শফিকুলের বাবুরাইল এলাকার ভাড়া বাসায় ঢুকে খাটের নীচে লুকিয়ে থাকে। গভীর রাতে তাসলিমার ভাই মোশারফ বাথরুমে যাওয়ার সময় মাহফুজকে দেখতে পেয়ে রেগে যায় । এসময় মাহফুজ ক্ষিপ্ত হয়ে মসলা বাটার পাথর দিয়ে মোশারফকে মাথায় আঘাত করে হত্যা করে । শব্দ শুনে তাসলিমা ঘুম থেকে উঠে এগিয়ে আসলে তাকেও মাহফুজ পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। তারপর তাসলিমার জা’ লামিয়া, মেয়ে সুমাইয়া ও ছেলে শান্তকে হত্যা করে মাহফুজ সকালে বাসা থেকে পালিয়ে যায় । সে সময় শফিকুল বাসায় ছিল না। ১৬ জানুয়ারী রাতে আত্বীয়স্বজন বেড়াতে এসে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগীতায় তালা ভেঙ্গে বাসার ভেতরে প্রবেশ করে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি লাশ উদ্ধার করে। ১৭ জানুয়ারী শফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করে। মামলাটি ওইদিন রাতেই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) র কাছে হস্তান্তর করা হয়। মামলায় ভাগ্নে মাহফুজ, ঢাকা কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে সন্দেহজনক আসামী করা হয়। মাহফুজ ও নাজমাকে গ্রেফতার করা হলে ২১ জানুয়ারী মাহফুজ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়। তদন্ত শেষে ডিবি পুলিশ একমাত্র আসামী হিসেবে মাহফুজকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দেড় বছরে ২৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন ও যুক্তিতর্ক শেষে গত ৩০ জুলাই আদালত ৭ আগষ্ট রায়ের দিন ধার্য্য করে। ধার্য্য তারিখ অনুযায়ী আলোচিত পাঁচ হত্যা মামলার রায়ে আদালত একমাত্র আসামী মাহফুজকে ফাঁসিতে ঝুলিয়ে মত্যূদন্ডের আদেশ দেয় ।