নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ৪ বারের নির্বাচিত সাবেক সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা প্রয়াত নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমান বলেছেন, বাবার আদর্শ, নীতিকে ধারন করে আমি যাতে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। তার মতই আমি যেন নারায়ণগঞ্জবাসীর সেবা করে যেতে পারি।
শুক্রবার ২৯ এপ্রিল তার বাবা নাসিম ওসমানের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করে একান্ত সাক্ষাত্বকারে তিনি এসব কথা বলেন।
এসময় তার বাবা নাসিম ওসমানের স্বাধীনতা যুদ্ধে অবদান প্রসঙ্গে তিনি বলেন, আমার বাবা ছাত্র জীবন থেকেই রাজনীতিতে অগ্রনী ভূমিকা পালন করেছিলেন। এরপর স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন কাদেরীয়া বাহিনীর সঙ্গে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সেদিন এই দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার নিকট অস্ত্র সমর্পন করে যুদ্ধ বিদ্ধস্ত দেশকে এগিয়ে নিতে কাজ করেছিলেন।
বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধে তার বাবা নাসিমা ওসমানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কিছু বিপথগামী সেনা সদস্যদের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হয়। তার হত্যার প্রতিশোধ নিতে সেদিন তিনি আত্মগোপন করেছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি পরিবার পরিজন থেকে অনেকটাই দূরে ছিলেন। বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে গিয়ে কয়েকবার তাকে কারাবরন করতে হয়েছিলো। তারপরেও তিনি বঙ্গবন্ধুর পরিবার ও নারায়ণগঞ্জবাসীর কথা ভুলে যাননি। তার মৃতুর আগ পর্যন্ত তিনি নারায়ণগঞ্জের উন্নয়ন ও সাধারণ মানুষের জন্য মন উজার করে নিরলস ভাবে কাজ গেছেন।
নারায়ণগঞ্জে উন্নয়নে তার বাবার অবদান প্রসঙ্গে তিনি বলেন, তার রাজনৈতিক বর্নাঢ্যময় দীর্ঘ রাজনৈতিক জীবনে রাষ্ট্র থেকে শুরু করে দেশ ও জাতির কল্যাণে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে তার অবদান ছিল অপরিসীম। নারায়ণগঞ্জের আপামর জনগণ সব সময়ই তার সান্নিধ্যে ছিল। তিনি মানব সেবা ও দেশের কল্যান ছাড়া আর কিছুই চিন্তা করতেন না। তিনি সাংসদ থাকাকালীন নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীন অবকাঠামো, হাসপাতাল, টিএন্ডটি, ওয়াসা ও বঙ্গবন্ধু সড়কের ব্যাপক উন্নয়ন করে গেছেন। যা আজ নারায়ণগঞ্জবাসীর অজানা নয়। সর্বশেষ শিতলক্ষ্যা সেতু তৈরীর জন্য একনেকের বৈঠকে পাস করিয়ে গেছেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের গ্যাসের সমস্যা সমাধানকল্পে ও সুপেয় পানির ব্যবহারের জন্য বেশ কয়েকটি অত্যাধুনিক পানির পাম্প শহর ও বন্দরে স্থাপন করে পাইপ লাইনের উন্নয়ন সাধন করেছেন। তাই নারায়ণগঞ্জের জনগণের কাছে আমার আবেদন থাকবে, আমার বাবা প্রয়াত নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া চাইবেন। আল্লাহপাক যেন আপনাদের দোয়ার উছিলায় আমার বাবাকে জান্নাত নসিব করেন এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন আমার বাবার স্বপ্ন বাস্তবায়নে নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করে যেতে পারি। মহান আল্লাহপাক আমাকে যেন সেই তওফিক দান করে।