বিজয় বার্তা ২৪ ডট কম
আমেরিকার স্যাংশনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ভিসা বাতিল হয়েছে বলে সমালোচকদের কড়া সমালোচনার মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে আজ সব সমালোচনাকে পিছনে ফেলে স্ত্রীকে নিয়ে আমেরিকা বেড়াতে গেছেন শামীম ওসমান।
বুধবার (১২ জুলাই) সন্ধায় অমেরিকার নিউ ইউর্ক বিমান বন্দরে পৌছান শামীম ওসমান। এই বিষয়ে শামীম ওসমানের একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড দিলে তা মুহুর্তেই ছড়িয়ে পড়ে।
ইমতিনান ওসমান অয়নের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার বাবা ও মা নিরাপদে নিউ ইউর্কে পৌছেছেন। নিউ ইয়র্কে বেড়ানো শেষে আগামী সাপ্তাহে দেশে ফিরে আসার কথা রয়েছে।
এই বিষয়ে সাংসদ শামীম ওসমান গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তার মাধ্যমে জানান, আমেরিকা এবং বাংলাদেশ দুটি রাষ্ট্রই গণতান্ত্রিক রাষ্ট্র। সম্প্রতি আমার ভিসা বাতিল করে স্রাংশন জারি করা হয়েছে বলে অপপ্রচার করেছে। যারা এই ধরনের অপপ্রচার করেছেন তারা আসলে রাজনেতিক চরিতার্থ হাষিল করতে যেয়ে দেশের ক্ষতি করেছেন। ভিসা বাতিলের বিষয়ে আমাকে ঘিরে কড়া সমালোচনাও করেছেন নিন্দুকেরা। তাদের সমালোচনাকে অনেক হলুদ সাংবাদিকরা শিরোনাম করেছেন। আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। শুধু দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সহি বুঝ ও হেদায়েত দান করেন।
প্রসংঙ্গত ২০২৬ সাল পর্যন্ত আমেরিকার ভিসা রয়েছে শামীম ওসমানের। এর আগে সর্বশেষ ২০২১ সালের জুনে শামীম ওসমান ও লিপি ওসমান নিউ ইয়র্ক ভ্রমন করেছিলেন।