নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং, আবাসন ও চিকিৎসার জন্য বিশেষ বরাদ্দের দাবীতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বুধবার বিকলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব এর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি এম.এ মিল্টন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপত এস.এম. শরীফ, রি-রোলিং স্টিল মিল শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস.এম. কাদির, নারায়ণগঞ্জ জেলা মটর মেকানিক্স ইউনিয়ন নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি তাজুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন-২০১৬-১৭ সালের জন্য চলতি বছরের চেয়ে অনেক বড় বাজেট ঘোষিত হচ্ছে। উন্নয়নের কথা বলে বাজেটে অনেক বড় বড় বরাদ্দ থাকবে। কিন্তু উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমজীবি মানুষের জন্য এ বাজেটে বিশেষ কিছু থাকবে কি? প্রতিনিয়তই দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে। তার সাথে সংগতিপূর্ণভাবে শ্রমিকের মজুরী বাড়ছে না। তাই শ্রমিকদের দাবী ছিল তাদের জন্য রেশনিং এর ব্যবস্থা করা। তাদের বাস নানারকম বস্তি, ঝুপড়ি কোথাওবা খোলা আকাশের নীচে। তাই তাদের দাবী ছিল শ্রমিকদের কলোনী সরকারের পক্ষ থেকে করা যাতে শ্রমজীবিরা অল্প খরচে সেখানে ঠাঁই পায়। দেশের ছয় কোটির অধিক শ্রমজীবি মানুষ কাজ করতে গিয়ে নানারকম দুর্ঘটনা ও অসুস্থতার শিকার হন। তাদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু কোন বাজেটেই এর জন্য কোন বরাদ্দ দেখতে পাওনা যায় না। নেতৃবৃন্দ বলেন শ্রমিকদের রেশনিং, আবাসন ও চিকিৎসার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে। অন্যথায় এই বিশাল বাজেট দেশের বৃহৎ অংশের মানুষের, শ্রমজীবিদের জন্য তেমন কোন ভূমিকা রাখবে না।