বিজয় বার্তা ২৪ ডট কম
চুয়াডাঙ্গায় বাউল সম্পাদায়ের ওপর বর্বর হামলা ও বসতভিটায় অগ্নি সংযোগকারী দুস্কৃতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা রাফিউর রাব্বী, নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ ওয়ার্কাস পার্টির সভাপতি হাফিজুল রহমান, সাংস্কৃতিক জোটের সহ সভাপতি কামাল হোসেন, জাকির হোসেন, গন সংহতি নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক অঞ্জন দাস, বাংলাদেশ গার্মেন্টস ফন্টের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময়ে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে বক্তাগন বলেন, বাংলাদেশের সকল সম্পাদায়ের মানুষের উপর সন্ত্রাস ও জঙ্গীবাদরা গুপ্ত হামলা চালিয়ে হত্যা ও তাদের ঘর বাড়ি ভাংচুর করছে । গত শুক্রবার চুয়াডাঙ্গায় বাউল সম্পাদায়ের ওপর বর্বর হামলা ও বসতভিটায় অগ্নি সংযোগ দেয়। তারা বাউলদের দুটি বসতভিটায় পুড়িয়ে দেন ও মাথার চুল কেটে দেয় এবং স্ত্রী ও ছেলে মেয়েদের উপর নিপীড়ন নির্যাতন করে। পরে থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার ওসি মামলা করতে বলে। এই যে নিপীড়ন নির্যাতন দেশে চলছে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না । এই সন্ত্রাস ও জঙ্গীবাদরা এদেশে সংস্কৃতি ও আমাদের হাজারো বছরের ঐতিহ্য ধবংসের জন্যই বাউলদের গুপ্ত হত্যা ও হামলা চালাচ্ছে। সন্ত্রাস ও জঙ্গীবাদীরা গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা চালিয়ে মানুষ মারছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন ও বিভিন্ন মন্দিরের পুরোহিত এবং মসজিদের ইমামদেরকে হত্যা করেছে। বাউলরা হাজারো বছর যাবত গান, সংগীত পরিবেশন করে আমাদের আনন্দ ও মনোরঞ্জন দেন। তারা একটি নিরন্তর ও সাধারণ গোষ্ঠী। আমরা দেখেছি লালন শাহ এর সময়ে ও বাউলের উপর নির্ভর নির্যাতন করা হতো। ঐ সব সন্ত্রাস ও জঙ্গীবাদ গোষ্ঠী আবার ও এদেশে বাউলদের উপর নির্ভর হত্যা ও নির্যাতন করছে। আমরা এই বাউলদের উপর নির্মম নির্যাতনের সাথে জড়িত সকলের শাস্তি ও বিচারের দাবী করছি।