বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র তথা উপমন্ত্রী ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন, ২০১১ সালে আপনারা আমাকে ম্যান্ডেট দিয়ে মেয়রের আসনে বসিয়েছেন আমি চেষ্টা করেছি আপনাদের দেয়া ওয়াদা রক্ষা করতে। আগামীতেও আমি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। মঙ্গলবার পনেরই আগষ্ট বিকেল ৩টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে ২২নং ওয়ার্ডের বন্দর সিরাজুদ্দৌলা ক্লাব সংলগ্ন ময়দানে ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত কাঙ্গালীভোজ ও দোয়াপূর্বক অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাঃ আইভী আরো বলেন,বর্তমান সময়ে আমাদের একটাই লক্ষ্য,যে কোন মূল্যে জঙ্গীবাদ দমন করে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সকলের একটাই মতবাদ থাকতে হবে আমরা জঙ্গীবাদকে রুখবো। আমরা উন্নয়ন করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবো এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ। আমাদের একটাই লক্ষ্য থাকতে হবে বাংলার মাটিতে জঙ্গীবাদের কোন স্থান নাই। সাবেক ফুটবলার মোঃ সুলতান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবদুল কাদির,বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ খান,নারী মুক্তিযোদ্ধা মুক্তা বেগম,যুবলীগ নেতা আলহাজ্ব সুফিয়ান আহমেদ,বন্দর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ইউসূফ ভূইয়া ননী মোঃ শাহ আলম,যুবলীগ নেতা ও মানবাধিকার কর্মকর্তা হিমেল খান,সহিদুর রহমান সহিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেবা পরিষদের সাধারণ সম্পাদক ইউসূফ লতিফ মানিক।