বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইঞ্জরুল ইনস্টিটিউট আয়োজিত জাতীয় নজরুল সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ভোলা ও হাটহাজারীতে মাদরাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির।
শামীম ওসমান বলেন, আমার প্রশ্ন আজকে এই সমাজের কাছে, একজন রাজনীতিবিদ হিসেবে আমার নিজের কাছে, এই দেশের সাংবাদিকদের কাছে, তথাকথিত বুদ্ধিজীবীদেরদের কাছে। আমার প্রশ্ন আমরা কি রেজাল্ট চাই নাকি মানুষ চাই। কবি নজরুল ও রবীন্দ্রনাখের কোন সার্টিফিকেট ছিল না। আমরা একটি সোনার পাখি ধরার জন্য আমাদের বাচ্চাদের লেলিয়ে দিচ্ছি। রেজাল্ট আনো, রেজাল্ট আনো। রেজাল্ট আনছে কিন্তু মানুষ হচ্ছে না। তাই হয়ত বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ গড়তে হবে। নতুন প্রজন্মকে বলতে চাই রেজাল্ট না, মানুষ হও। মানুষ সেই হয় যে অন্যের কাজে লাগে।যদি কাজী নজরুল ইসলাম এবং বঙ্গবন্ধুকে সম্মান জানাতে চান তাহলে আপনারা ভালো মানুষ হন। ভালো মানুষ হওয়ার প্রধান শর্ত হলো পিতা-মাতাকে সম্মান করতে হবে। সেই সাথে শিক্ষক এবং সামজের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কলকাতার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাথী গূহ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল। কবি নজরুল ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ভূঞা, নজরুল ও চলচিত্র গবেষক অনুপম হায়াৎ, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা, কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো.আব্দুর রহিমসহ প্রমুখ ।