স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একাউন্ট থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার দুপুরে ভারতীয় হাইকমিশনের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ব্যাংক যেভাবে পুরো বিষয়টি হ্যান্ডেল করেছে তাতে আমি খুবই অখুশী। বাংলাদেশ ব্যাংক খুবই অদক্ষতার পরিচয় দিয়েছে।
অর্থমন্ত্রী বলেন, গত ৪ ফেব্রুয়ারি ঘটনা ঘটেছে। অথচ ঘটনার অনেক পরে আমরা এ বিষয়ে জানতে পারি।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এ ঘটনা আমাদের না জানানোর মতো ধৃষ্টতা দেখিয়েছে। আমি এই ধৃষ্টতার বিরুদ্ধে অ্যাকশান নেবো।
প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলে জানান অর্থমন্ত্রী।
এর আগে বার্তা সংস্থা রয়টারের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমের নিরাপত্তাব্যুহ ভাঙার এক মাসেরও বেশি সময় পর হ্যাকাররা প্রায় ১০০ কোটি ডলার চুরি করার চেষ্টা করে- যা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে তাদের একাউন্টে রাখা ছিল।
রিপোর্টে বলা হয়, অজ্ঞাত হ্যাকাররা সম্ভবত ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ঢুকে কয়েক সপ্তাহ ধরে লেনদেন পর্যবেক্ষণ করেছিল এবং কখন কিভাবে টাকা হাতিয়ে নেবে তার পরিকল্পনা করেছিল।
তবে রয়টারের খবরে বলা হয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ লোপাটের ঘটনায় ব্যাংকের কেউ জড়িত ছিল এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।