স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
‘বাংলাদেশ ব্যাংকের একটি গৌরবময় ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তা পুনরুদ্ধার করাই হবে আমার প্রথম কাজ।’ বৃহস্পতিবার রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নবনিযুক্ত গভর্নর ফজলে কবির এ কথা বলেন।
নবনিযুক্ত গভর্নর বলেন, রোববার আমি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করব। একই দিন গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেব। পদত্যাগপত্র ও যোগদানপত্র দুটিই প্রস্তুত আছে। যেহেতু শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন সেহেতু রোববার আমি পদত্যাগ করে যোগদান করব।
গভর্নর পদে নিয়োগ পাওয়ার পর অর্থমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন ফজলে কবির। বাংলাদেশ ব্যাংকের দুজন ডেপুটি গভর্নর না থাকায় ব্যাংকিং খাতে কিছুটা স্থবিরতা এসেছে। এ সম্পর্কে তিনি বলেন, অর্থমন্ত্রী আমাকে বলেছেন, সার্চ কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই এ দুই পদে নিয়োগ সম্পন্ন করা হবে।
গভর্নর হিসেবে যোগদানের পর কর্মপরিকল্পনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ফজলে কবির বলেন, পুরো বিষয়টি আগে জানার চেষ্টা করব। তার উপর ভিত্তি কওে সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমি আবার বলছি, বাংলাদেশ ব্যাংকের ঐতিহ্য পুনরুদ্ধারই হবে আমার প্রধান কাজ।
তিনি বলেন, টাকা চুরি হওয়ার ঘটনায় বাংলাদেশ ব্যাংকে অভ্যন্তরীণ তদন্ত কমিটি কাজ করছে। তা ছাড়া সর্বজন শ্রদ্ধেয় ড. ফরাস উদ্দিন সাহেবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি যেভাবে সুপারিশ করবে সেভাবে পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় ফিলিপাইনসহ অন্যান্য স্থানে যা যা ঘটছে সে সম্পর্কে খোঁজ রাখছেন বলে জানান। তিনি দেশের বৃহত্তর স্বার্থে বিশেষ করে চুরি হওয়া টাকা ফেরত আনাসহ অন্যান্য কাজে সবার সহযোগিতা চেয়েছেন।