বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারের মন্ত্রী ঘোষিত দশ হাজার টাকা নৌ-যান শ্রমিকদের নূন্যতম মূল মুজুরী, মৃত্যুকালীন ক্ষতিপূরণ বৃদ্ধি বাস্তবায়ন ও নৌ-পথে সন্ত্রাস চাঁদাবাজি, নৌ-ডাকাতি বন্ধ, নৌ-পথ সংরক্ষন, কর্মস্থলে নিরাপত্তা বিষয়ক ও সাংগঠনিক বিকাশ বৃদ্ধি উপলক্ষে নেতৃবৃন্দের করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় ঈশা খাঁ রোডস্থ বরফকল ঘাটে বাংলাদেশ জাহাজী ফেডারেশন ট্রেনিং এন্ড কালচারাল সেন্টারে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের( রেজি নং বি- ২১৪৮) উদ্যোগে কেন্দ্রীয় ও শাখার নেতৃবৃন্দের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আইনূল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার, বাংলাদেশ জাহাজী ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত হোসেন বেপারী, দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. অহিদুল মাষ্টার, নৌ-যান শ্রমিক কর্মচারী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো . আকতার হোসেন, অফিস সচিব মো . কবির হোসেন, চট্টগ্রাম শাখা নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মাষ্টার, ডেমরা থানার সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।
এ সময়ে মতবিনিময় সভায় বক্তারা বলেন, সরকারের মন্ত্রী ঘোষিত দশ হাজার টাকা নূন্যতম মূল মুজুরী, মৃত্যুকালীন ক্ষতিপূরণ বৃদ্ধি বাস্তবায়ন ও নৌ- পথে সন্ত্রাস চাঁদাবাজি, নৌ-ডাকাতি বন্ধের বিষয়ে আলোচনা করেন। নৌ পথে জাহাজ ও লঞ্চ থেকে ষাট নলের মোহনায়, কলাগাছিয়া, মুক্তারপুর , বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে বিভিন্নে ভাবে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে এবং শীতলক্ষা নদী থেকে সমর বাবু ও জসিম এর নেতৃত্বে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে সকাল ছয়টা হতে রাত আটটা পর্যন্ত নৌ-যান থেকে চাঁদাবাজি করে। নৌ পুলিশ নৌ-যানকে সহায়তারের নামে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। এসময় শ্রমিক নেতৃবৃন্দ তাদের সকল দাবি পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।