স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য মন্ত্রিসভার বৈঠক আজ সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যোগ দেন।