বিজয় বার্তা ২৪ ডট কম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। আমাদের সন্তানদের জনশক্তিতে রুপান্তর করতে ভিন্ন রকম প্রতিষ্ঠান করা হচ্ছে। এখন দেশে বসেই ইংল্যান্ড আমেরিকা থেকে হাজার হাজার ডলার আয় করছে, যা সম্ভব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের সঠিক সিদ্ধান্তের জন্য। রবিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়ি এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ৭৫ এর পর অনেকে এ দেশকে শোষন করেছেন। তারা দেশকে ডিজিটাল করার চিন্তাও করেননি। ২০০৪ সালে স্যামসাং এ দেশে বিনিয়োগ করতে এসেছিলো বিএনপি জামায়াত দুর্নীতিগ্রস্থ সরকার তা করতে দেয়নি। মন্ত্রী আরো বলেন, আমা হাতের মোবাইল স্যামসাং এর লেটেস্ট মডেলের এবং এটা মেড ইন বাংলাদেশ। নরসিংদী তে তৈরি হয়। দেশে চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। তিনি বলেন, ১৯৯৮ সালে জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশে মোবাইল বিপ্লব ঘটেছিলো। আজ মানুষের দুই হাতে দুটি করে মোবাইল থাকে।
স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সিনিয়র সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এনএম জিয়াউল আলম। ব্যবস্থপনা পরিচালক বাংলাদেশ হাইটেক পার্কবিকর্ণ কুমার ঘোষ। প্রকল্প পরিচালক যুগ্ম সচিব একেএম আবদুল্লাহ খান।