বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে নগরীর প্রাণ কেন্দ্র চাষাড়া শহীদ মিনারে মাতৃভাষায় একমুখী বিজ্ঞান ভিত্তিত শিক্ষাব্যবস্থা ঐক্যবদ্ধ হোন, ছাত্র আন্দোলনের দেশ প্রেমিক ও লড়াকু ধারাকে শক্তিশালী করুন এ শ্লোগানের মধ্যে দিয়ে ছাত্র ফেডারেশন কার্যালয়ের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা পালণ করেছে। আলোচনা সভার পূর্বে সংগঠনের পক্ষ থেকে শহরের চাষাড়াস্থ শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পন করে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মশিউর রহমান রিচার্ড এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম জাহিদের সঞ্চালনায় আলোচক সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলি সদস্য জুলহাস নাঈন বাবু, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে শুধু মাত্র বাংলাদেশ ছাত্র ফেডারেশন এমন একটি সংগঠন যে ছাত্র সংগঠন থেকে রাজনৈতিক দল গড়ে তোলে। রাজপথে আন্দোলনের মাধ্যমে ছাত্র ফেডারেশনের জন্ম। বাংলাদেশর প্রতিটি গণমানুষের আন্দোলনে ছাত্র ফেডারেশনের ভূমিকা ছিল অগ্রগামী। যা ছাত্র ফেডারেশন দাবী তুলেছে সবার জন্য একমুখী মাতৃভাষায় বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ার দাবীতে ঐক্য বদ্ধ হওয়ার। বক্তারা আরো বলেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি দলীয় লোকেরা জিম্মি কওে রেখেছে। ক্যাম্পাস গুলোতে অন্যান্য রাজনৈতিক সংগঠন গুলো স্বাধীনভাবে বেড়ে উঠতে পারছে না সরকার দলীয় ছাত্র সংগঠনের দাপটে। দলীয় কর্মসূচিতে অংশ গ্রহন না করলে ক্যাম্পাস থেকে বেড় করে দেয়া হয়। এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে। ২০১৭ সালের পাঠ্যপুস্তক কেলেঙ্কারীর প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারী বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ডাকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।