বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ ছাত্রলীগের সবাই যেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের মত সু-সংগঠিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান।
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ বছর পূণর্মিলনী ২০১৭ সফল করারা লক্ষ্যে শনিবার বিকেল ৩ টায় শহরের ডিআইটিতে অবস্থিত নারায়ণগঞ্জ মহানগর ও জেলা আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সায়ম খান তার বক্তব্যে আরো বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ অন্যান্য জেলা থেকে আলদা। ইতিমধ্যেই তারা প্রমান করেছে তার কতটা সু সংগঠিত। এখানে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের রাজনীতি করে। বাংলাদেশ ছাত্রলীগের সবাই যেন নারায়ণগঞ্জ জেলার মত সু সংগঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসিবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান, বিশেষ বক্তা হিসেবে ছিলেন, অর্থ উপ বিষয়ক সম্পাদক সৃজন ভূইয়া, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগ শাখার সহ সভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সানি আহমেদ পরশ,প্রচার সম্পাদক মিজানুর রহমান সজীব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, কর্ম বাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, সৈয়দ রনি, সৈয়দ মোস্তাক আহমেদ, মো. ফাহিম, অর্নব, হাসান, মেরাজ, মিজানহাজুল হাসান, শুভ সহ প্রতিটি থানা ও ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন, ছাত্রলীগের নবীন ও প্রবীনরা এই ৬৯ বছর পূণর্মিলনীতে জমায়েত হবে। এতে আমাদের ছাত্রলীগের নতুন পুরাতনদের মাঝে একটি বন্ধন তৈরি হবে। আমরা তাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবো। আমাদের এই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এখানে খবরদারি করতে আসি নাই। আমরা এখানে কেন্দ্রিয় ছাত্রলীগের নির্দেশে দিক নির্দেশনা দিতে এসেছি। আমি যতুটুকু জানি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ একজন দক্ষ নেতা সাফায়েত আলম সানির নেতৃত্বে অতীতেও কেন্দ্রিয় ছাত্রলীগের সকল কর্মসূচিতে অংশগ্রহন করে সফল করেছে। আমি এই বারও আশা করবো জেলা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী ছাত্রলীগের মিলন মেলায় অংশগ্রহন করে কর্মসূচিকে সফল করবে।
তিনি আরো বলেন, কোন অনুপ্রবেশকারী জাতির জনক বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে ঠাই পাবে না। জামাত শিবির কাউকে দলে ঠাই দেওয়া হবে না। একমাত্র বঙ্গবন্ধুর আদর্শে বিশ^াসীদের ছাত্রলীগে ঠাই দেওয়া হবে।
সাফায়েত আলম সানি সভাপতির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ। সেই ছাত্রলীগের ৬৯ বছর পূর্নমিলনী কেন্দ্রিয় কমিটি আয়োজন করেছে। এই মিলন মেলায় আমরা জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীবৃন্দ অংশগ্রহন করে সফল করবো। আমরা জেলা ছাত্রলীগ কেন্দ্রিয় ছাত্রলীগের সকল কর্মসূচি পালনে ভূমিকা রেখেছি। যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো সেই রাখাল রাজা বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ। আর বাংলাদেশে আওয়ামীলীগের জন্মস্থান নারায়ণগঞ্জে। তাই নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ এই মিলন মেলা সফল করতে যা যা করা করনীয় তা করবে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগে কোন অনুপ্রবেশকারী প্রবেশ করতে পারবেন না। আপনারা জানেন আমাদের জননেতা সাংসদ একে এম শামীম ওসমান নারায়নগঞ্জে জামাত নেতা গোলাম আজমকে নিষিদ্ধ করেছিল। আমরা সেই নেতার আদর্শের সৈনিক। তাই জেলা ছাত্রলীগে কোন ভাবেই জামাত শিবির ঠাই পাবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহন করে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ বছর পূণর্মিলনী সফল করবো।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের শহীদ নেতাকর্মীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করেন।