বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন নারায়নগঞ্জ ইউনিটের মাসিক সভা ১৩ জানুয়ারী শুক্রবার বিকেল ৪ টায় ফতুল্লার পঞ্চবটি বন বিভা২৪গ সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ন-সম্পাদক শাহেদুল হক সুমনের সঞ্চালনায় সভাপতি মোঃসাইফুল আলমের সভাপতিত্বে সভায় সংগঠনের বার্ষিক বনভোজন নিয়ে বিশদ আলোচনায় অংশ নেয় উপস্থিত এক্স-ক্যাডেটগন।
সভায় উপস্থিত ছিলেন,মোঃ হাবিবুর রহমান,ফরুক আহম্মদ রিপন,নূরে আলম, জিয়াউল ইসলাম,নজরুল ইসলাম,মোঃআল আমিন,মোঃহাসানসহ প্রমুখ এক্স-ক্যাডেট।
আলোচনা সভায় সংগঠনের মাসিক আয়ব্যয় হিসাব বর্ণনা করেন মাসুদ আলম।আগামী ২৪ শে ফেব্রুয়ারি বনভোজন আয়োজনের সিদ্বান্ত নেয়া হয়।বনভোজনের স্থান মুন্সিগঞ্জের সিরাজদীখান দানিয়া পাড়া ইছামতি নদীর তীর এবং রেজিঃ ফি- ১১০০ টাকা নির্ধারণ করা হয়। আগামী ৩০ জানুয়ারীর মধ্যে নারায়নগঞ্জ জেলার সকল এক্স-ক্যাডেটদের রেজিস্টেশন করার আহবান জানানো হয়। সভা শেষে বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন, কেন্দ্রিয় কার্যালয় হয় হতে প্রেরিত ২০২৩ সালের ক্যালেন্ডার এক্স-ক্যাডেটদের হাতে তুলে দেন সংগঠনের সভাপতি মোঃসাইফুল আলম। যে কোন প্রয়োজনে উপ-কমিটির আহবায়ক শাহেদুল হক সুমন- মুঠোফোন নং-০১৭১১-৬১৪৪১৮ সদস্য সচিব- নূরে আলম,মুঠোফোন নং- ০১৬৭৫-৩১৫০০২ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।