বিজয় বার্তা ২৪ ডট কম
আমি পৃথিবীতে কম লেখাপড়া করা মানুষ । এখন তোমরা বলবে স্যার কিভাবে সম্ভব? কারণটা হলো আমি প্রশ্ন করেছি বেশি। এই প্রশ্ন করাটাই তোমাকে জানতে সুযোগ করে দিবে। তুমি যত বেশি প্রশ্ন করবে তত বেশি জানতে পারবে, আর এইভাবে তোমার জানার স্পৃহাটা বেড়ে যাবে। আর এই প্রশ্ন করার উদ্যম দিয়েছে আমার বাবা। যখন খুব ছোট ছিলাম প্রশ্ন করতাম খুব বেশি আর তার উত্তরগুলো দিতো আমার বাবা।
সোমবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চাষাড়ার শিশু একাডেমিতে জেলা পর্যায় শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক ‘শিশু সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিন এ কথা বলেন।
এসময় তিনি প্রশ্নের জবাবে বলেন, মাদকের যে বিষয়টি সেটা আমাদের সামাজিক সচেতনতার পাশাপাশি পারিবারিক সচেতনতার সৃষ্টি করতে হবে। আমার সন্তান কি করলো , কার সাথে গেলো? এইসব বিষয়ে বাবা-মা’র খোঁজ নিতে হবে। আর এইসব বিষয়ে তোমরা বন্ধু-বান্ধবরা সহযোগিতা করতে পারো। আর শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানো সম্পূর্ণ নিষিদ্ধ এর সাথে জড়িত ব্যাক্তি যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
ডিসি জসিম উদ্দিন বলেন, বাংলাদেশে একটা সময় শিক্ষকরা ছিলেন সবচেয়ে ভালো। কিন্তু এখন আর তা নেই। বর্তমানে শিক্ষকরা হলেন সবচেয়ে খারাপ মানুষ। যদিও তাদের বলা হয় জাতি গড়ার কারিগর। তবে তারা এখন ক্লাসে পড়ান কম আর কোচিং বাণিজ্যের নামে টাকা কামানোর ধান্দায় থাকেন। আপনারা শিক্ষকরা যদি সচেতন হন তাহলে বাচ্চারা সচেতন হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এম ও সিভিল সার্জন ডা. মোঃ আনোয়ার খোকন, সমাজ সেবক উপপরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার, সহকারি জেলা শিক্ষা অফিসার আফরোজা বানু, জেলা শিক্ষা অফিস সহ পরিদর্শক মোঃ হাসিবুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ ,জেলা লাইব্রেরিয়ান আকতারুজ্জামান প্রমুখ।