নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শুক্রবার সকাল ১০টায় জেলা কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফতুল্লা শাখার সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা শাখার সম্পাদক কমরেড রঞ্জিত কুমার দাস। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি কমরেড আব্দুল হাই শরীফ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম.এ. শাহীন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নূরুল ইসলাম, ফতুল্লা শাখার সহ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য জালাল, আলী মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে তেভাগা, টঙ্ক প্রথা, ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, নারী জাগরণ, সাংস্কৃতিক আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টির অগ্রণী ভূমিকা দেশবাসী জানে। ৮৪-৮৫ এর উত্তাল শ্রমিক আন্দোলন ও এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনেও কমিউনিস্ট পার্টি ছিল সামনের কাতারে। আজকেও দেশ এক মহা সংকটের সম্মুখিন। আওয়ামীলীগ ও বিএনপি দুই জোটের লুটেরা ধনিক গোষ্ঠী, স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি ও দেশী বিদেশী ষড়যন্ত্রের হাত থেকে দেশ ও মানুষ বাঁচাতে বিকল্প রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ আগামী ৬ই মার্চ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১২ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার জন্য ফতুল্লা থানার সকল নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।