বিজয় বার্তা ২৪ ডট কম
বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন নারীসহ মোট ১৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বসুন্ধারা গ্রুপের হেড অব মার্কেটিং জসিম উদ্দীন।
বোববার বিকেল পৌনে ৫টায় সাংবাদিকদের তিনি বলেন, দুই দফায় তিন নারীসহ ১৯ জনকে উদ্ধার করেছি আমরা। এদের মধ্যে একজন আহত হয়েছেন। এরা সবাই বসুন্ধরা গ্রুপের কর্মী।
আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আমরা ধারণা করছি। রাতের মধ্যেই মার্কেট পরিষ্কার করে আগামীকাল বা পরশু থেকে ফের কার্যক্রম শুরু করার চেষ্টা করব আমরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফায়ার সার্ভিসের পরামর্শ ও আগের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। তবে ছোটখাটো অগ্নিকাণ্ড দেশ-বিদেশের বিভিন্ন শপিংমলে ঘটেই।
তিনি আরো বলেন, আপনারা দেখেছেন, আগ্নিকাণ্ডের শুরু থেকে আমাদের কর্মীরাই তা নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন। পরে ফায়ার সার্ভিস এসে আমাদের সহযোগিতা করে।
এদিকে মার্কেটের ৯তলা থেকে বসুন্ধরা গ্রুপের এসি মেকানিক্যাল ইউনিটের কর্মী মামুন মুন্সি (৩৫) নামের একজনকে গুরুতর আহত আবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
সুন্ধরা সিটির নিরাপত্তার দায়িত্বে থাকা সূত্র জানিয়েছে, ঘটনার পরপর মার্কেটের সব লিফট বন্ধ করে দেওয়া হয়। খোলা রাখা হয় সিড়িগুলো। মার্কেটে উপস্থিত লোকজনকে নিরাপদে বের করে আনা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, বারবার কেন বসুন্ধরায় আগুন লাগে তা খতিয়ে দেখা হবে। সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে এসেছি। ফায়ার সার্ভিস চাইলে সহযোগিতা নিতে পারে। হেলিককপটার প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজন হলে ব্যবহার করা হবে।
প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালের ১৩ মার্চে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ভয়বাহ এক অগ্নিকাণ্ড সংগঠিত হয়। ওই ঘটনায় নিহত হয় ৭, আহত হন শতাধিক ব্যক্তি।