বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী ভারতের জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘টিপস মিউজিক ইন্ডিয়া’র সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। টিপস প্রযোজিত ‘লাভশুদা’ ছবির জন্য একটি গানও গেয়েছেন তিনি। বলিউডের নতুন ছবি ‘লাভশুদা’র ‘মার যায়েন’ গানটি গেয়েছেন পড়শী।
গত বছরের ২০ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে তার চুক্তি হয়। ২৬ জানুয়ারি পড়শীর কণ্ঠে এ গানটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ছবিতে গানটির মূল গায়ক আতিফ আসলাম। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি। এর আগেই টিপস মিউজিকের ইউটিউব হোমপেজে আতিফ আসলামের গানের পাশে রাখা আছে পড়শীর গান।
প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজেও গানটির একটি পোস্টার দেয়া হয়েছে। ইতিমধ্যে পড়শির এই গানের ভিডিওটি ভালোই সাড়া পাচ্ছে।
‘লাভশুদা’ ছবিটি পরিচালনা করেছেন বৈভব মিশ্র। এতে অভিনয় করেছেন গিরিশ কুমার ও নবনীত কৌর ধিলন।