নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীর উপর টিকে আছে, তাদের প্রতি জনগণের কোন আস্থা নেই।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বিএনপি নেতাকর্মীদের সমর্থন বেশী, তা বুঝে গেছে বর্তমান সরকার। তাই তো বিএনপির নেতাকর্মীদের উপর বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও সমন জারী করেছে বর্তমান বাকতান্ত্রিক সরকার।
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, সর্ষের ভিতর যেমন ভূত থাকে তেমনি দলের ভিতর আ’লীগের দালাল রয়েছে, এদের চিহ্নিত করতে হবে। আন্দোলন সংগ্রামে আমরা মাঠে নামবো কিন্তু কোন নেতার ছবি নিয়ে নয়, শুধুমাত্র বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে। দেশের জনগণ আজ অসহায় হয়ে পড়েছে, কেউ কোন প্রতিবাদ করতে পারছেনা। এটা কোন গণতান্ত্রিক ধারা হতে পারেনা।
প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আপ্যায়ন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধাণ.বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফারুক চৌধুরী, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ অপু, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেন, মহানগর মৎসজীবী দলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই বাকতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় আজ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।