বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক ব্যবসা, ইভটিজিং, সন্ত্রাসী ও চাঁদাবাজী নিমূল প্রসঙ্গে বন্দর থানা অফিসার ইনর্চাজ শাহীন মন্ডলের সাথে মত বিনিময় করেছেন ২৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১০টায় বন্দর থানায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় কালে অফিসার ইনর্চাজ শাহীন মন্ডল কমিউনিটি পুলিশিং কমিটির উদেশ্যে বলেন, বর্তমানে মাদক হচ্ছে বন্দরে একটি প্রধান সমস্যা। এই সমস্যা থেকে যুব সমাজকে রক্ষার করার জন্য মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার কোন বিকল্প নেই। বন্দর থানা পুলিশ সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনাদের সেবা করা হলো আমাদের দায়িত্ব ও কর্তব্য। মত বিনিময় কালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর থানার সেকেন্ড অফিসার আব্দুল আল মামুন, বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ ফরিদ, ২৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাজী সাইদুর রহমান লিটন, সাধারন সম্পাদক সৈয়দ আহাম্মদ, কমিউনিটি পুলিশিং কমিটি সদস্য শাওন শেখ, সহিদ আহাম্মেদ, হুমায়ন কবীর, আব্দুল হালিম, মোঃ হিরন, মোঃ হাসান, মোঃ তাইজুল ইসলাম, মোঃ রুহুল আমিন, আনোয়ার হোসেন প্রমুখ। মত বিনিময় কালে ২৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি সভাপতি হাজী সাইদুর রহমান লিটন বলেন, আমাদের এই ওয়ার্ডে মাদকের ভয়াবহতা ব্যাপক আকড় ধারন করেছে। মাদকের কবল থেকে রেহাই পাওয়ার জন্য আপনার হস্তক্ষেপ কামনা করছি আমরা।