দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে চাঁদপুরে চলছে ১১ দিনব্যাপী নাট্যসব। বর্ণচোরা নাট্যগোষ্ঠী চাঁদপুর এর ৫০ বছর পূর্তিতে আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করেছেন সংগঠনটি। আগামিকাল বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ২৯তম প্রযোজনা নাটক ‘পীরচাঁনের পালা’ নাটকটি চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চায়ণ হবে ।
নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেন রচিত ‘পিয়ের গিন্ট’ নাটক অবলম্বনে পীরচাঁনের পালা নাটকটি লিখেছেন সব্যসাচী সৈয়দ শামসুল হক। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন শব্দ নাট্যচর্চা কেন্দ্রের প্রাণপুরুষ খোরশেদুল আলম।
নাটকটির গল্পের কেন্দ্রীয় চরিত্র রয়েছে বাংলার যুবক পীরচাঁন। তাকে ঘিরেই নাটকের মূল গল্প। শৈশব বঞ্চনার মাঝে বেড়ে ওঠে এই তরুণ। তাই নিয়তির নির্মমতায় জন্মের পর পিতৃহারা হতে হয় পীরচাঁনকে। সেই প্রতিকূলতার মাঝেই ভিটেমাটির তিন ভাগের দেড় ভাগ গ্রাস করে নেয় যমুনায় ধেয়ে আসা বানের জল। বাকি দেড় আনা খাজনা বকেয়ার কারণে বন্ধক থাকে দেওয়ানের কাছে। দারিদ্র্যে নিমজ্জিত সেই সংকুল পরিস্থিতিতে তার একমাত্র অবলম্বন ক্ষয়িষ্ণু প্রায় মা আসিয়া। তাই ছেলের প্রণয়ের সংবাদে খুশি হন মা। এই ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটকটিতে মঞ্চে অভিনয় করবেন- শাকিল, রুশনী, তাহা, সাহেদ, শুভ্র, আলফা, নয়ন, লিমন, আফ্রিদী, হাছান, বিপ্লব, জুয়েল, ইতিমা মন্ডল, পাপ্পী আয়ান প্রমুখ।