বিজয় বার্তা ২৪ ডট কম
ভারি বর্ষণ ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগামী ৪৮ ঘণ্টায় বন্য পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (বাপাউবো) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদ চিলমারি এবং ধলেশ্বরী নদী এলাসিন পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। কারণ ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও সুরমা-কুশিয়ারা নদ ও নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
এতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা ও সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া, গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টা পর্যন্ত পর্যবেক্ষণাধীন স্টেশন ছিল ৯০টি। এর মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ৭৪ টিতে এবং হ্রাস পেয়েছে ১১ টিতে।
অপরিবর্তিত ছিল ২টিতে। বিপদসীমার ওপরে রয়েছে ৩টি নদী। এগুলো চিলমারিতে ব্রহ্মপুত্র, এলাসিনে ধলেশ্বরী ও জারিয়া জঞ্জাইলে কংস।
বাপাউবো সহকারী প্রকৌশলী রিপন কর্মকার জানান, রোববার দেশের বিভিন্ন স্থানের বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের লরেরগড়ে সর্বোচ্চ ১৫০ মিলিমিটার এবং কাউনিয়াতে সর্বনিম্ন ৪৮ মিলিমিটার।