বিজয় বার্তা ২৪ ডট কম
টাগারপাড় পুলিশ লাইন (জাজিরা ভবন ৩য় তলা) কটন পাওয়ার এ্যাক্সেল নীট লিঃ এর অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর ২০১৬ ইং তিন মাসের বকেয়া পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে-কটন পাওয়ার এ্যাক্সেল নীট লিঃ এর শ্রমিক রাহিমার সাভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন টেড্র ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, জাতীয় গামেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাইম খান বিপ্লব গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, পুলিশ লাইন অঞ্চলের সভাপতি সাইফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক হাসনাত কবির। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি শ্রমিক নেতা এম.এ.মিল্টন, সিদ্ধিরগঞ্জ থানার সাধারন সম্পাদক রুহুল আমিন সোহাগ, বিসিক শাখার সভাপতি নূর হোসেন সর্দার সহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, তিন মাসের বকেয়া বেতন না পেয়ে কারখানার শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। বর্তমানে বেতন না দিয়ে মালিক বে-আইনি ভাবে-কারখানা বন্ধ করে দিয়েছে, অবিলম্বে শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেয়ার জন্য মালিক, মালিক সমিতিসহ শ্রমিক সংশ্লিষ্ট সরকারের সকল দপ্তরের প্রতি আহ্বান জানান। অন্যথায় যে কোন অস্থিতিশীল পরিস্থিতির জন্য মালিক কর্তৃপক্ষ দায়ী থাকবেন। সংকট সমাধান না হলে আগামী ২৮/০১/১৭ইং সকাল ১১টায় টাগারপাড় পুলিশ লাইন এলাকায় বিক্ষোভ এবং ৩০/০১/১৭ ইং জেলা প্রশাশকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।