নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে পিয়ার আলী(৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় থানার একরামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত পিয়ার আলী বন্দর বাসষ্ট্যান্ড এলাকায় দীর্ঘ দিন ধরে ভাড়ায় বসবাস করে আসছিল। বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় একরামপুর এলাকায় একটি পুকুর পাড়ে বাশের বেড়া কাজ করার সময় আকস্মিকভাবে বৈদ্যুতিক জড়িয়ে যায়। এ সময় অন্যান্য শ্রমিক ও আশপাশের লোকজন ধরাধরি করে তাকে নারায়ণগঞ্জ ৩শ’ শর্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।