নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সোমবার দুপুরে বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে তালিকা প্রণয়নের মাধ্যমে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে থানার সোনাচড়া রামগর এলাকার মোসলেহউদ্দিনের ছেলে রাজিব(৩২),নূরুল ইসলামের ছেলে আব্দুর রহিম(৩৪),সিরাজুল ইসলামের ছেলে সুমন(৩০),মৃত শরীফ হোসেন ড্রাইভারের ছেলে সাজু (৫০),মৃত আলাল বক্সের ছেলে তোফায়েল (৩২),হানিফ মিয়ার ছেলে আজিজুল(৩৫),মৃত আবুল হাসেমের ছেলে শাহ আলম(৩৩),আমির হোসেনের ছেলে সবুজ(২২),আব্দুল বারেক মিয়ার ছেলে রাসেল(২৩),জুলহাস মিয়ার ছেলে হান্নান(২৬) ও মনোয়ার হোসেনের ছেলে ফয়সাল(২০)। পুলিশ জানিয়েছে,উল্লেখিতরা দীর্ঘ দিন ধরে বন্দরের বিভিন্ন স্থানে চুরি,ছিনতাই ও ডাকাতি সংঘটিত করে আসছিল। সোমবার উল্লেখিতদের বিরুদ্ধে তথ্য সংগ্রহের মাধ্যমে এদেরকে গ্রেফতার করা হয়।