নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধার সম্পাদক এটিএম কামাল বলেছেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার স্বার্থে সকলে মিলে মিশে ধানের শীষের প্রার্থীদেরকে বিজয়ী করে দেখাতে চাই বিএনপি এখনো ফুরিয়ে যায়নি। কলাগাছিয়ায় বেগম জিয়ার প্রতিনিধি মহিউদ্দিন শিশির। তাকে নির্বাচিত করা প্রতিটি জিয়ার সৈনিকের নৈতিক দায়িত্ব। যে কোন মূল্যে তাকে নির্বাচিত করে বিএনপি’র অস্তিত্ব ধরে রাখতে হবে। বুধবার বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি’র মনোনীত চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন শিশিরের পক্ষে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এটিএম কামাল আরো বলেন,যারা দেশের শান্তি চায় তারাই ধানে শীষে ভোট দিবে। ধানের শীষ মমতা আর ভালবাসার প্রতীক। ধানের শীষে ভোট দিলে সন্ত্রাসী,চাঁদাবাজী আর জুলুমবাজী বন্ধ হবে। বন্দরের নির্বাচনের মধ্য দিয়েই শেষ হবে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন। সুতরাং বন্দরের এই নির্বাচন থেকেই প্রমাণ হবে সরকার কতটা নিরপেক্ষ এবং গণতান্ত্রিক। এটিএম কামাল ও মহিউদ্দিন শিশির ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক মোশরাফ হোসেনশহীদ হোসেন মেম্বার,মোঃ পারভেজ,মোঃ বাচ্চু মিয়া,কবির হোসেন,মোঃ রুবেল,মোঃ মনির হোসেন,জুলহাস দিলদার,ইমদাদুল হক মিলন প্রমুখ।