বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক মোসলেহউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার চেষ্টা মামলায় রোববার সকালে থানার মুসাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দস্থ ব্রম্মপুত্র নদী থেকে সাঁতরিয়ে তাকে আটক করা হয়। ধৃত মোসলেহউদ্দিন মুসাপুর ইউনিয়ন এলাকার বাসিন্দা। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসি শাহীন মন্ডল বলেন, মোসলেহউদ্দিনকে খুবই কষ্ট করে আটক করা হয়। কারণ,পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ব্রম্মপুত্র নদীতে ঝাপ দিয়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু পুলিশের তৎপরতায় সে পালাতে ব্যার্থ হয়। তাকে দুপুরেই পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুর মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।