বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপার আবুল বাশার বলেছেন, বন্দর থানা ভবন নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। অল্প কিছু দিনের মধ্যে এ নির্মান কাজ সমাপ্ত হবে বলে আশা প্রকাশ করছি। ভবনটি নির্মান কাজ সম্পর্ন হয়ে গেলে থানার পরিবেশ আরো বেশী সুন্দর হবে। গতকাল সোমবার দুপুরে বন্দর থানার ভবন নির্মাণ কাজের পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। ওই সময় উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম, থানার তদন্ত অফিসার মোঃ আজহারুল ইসলামসহ বন্দর থানার কর্মরত এসআই ও এএসআই বৃন্দ। পরে পুলিশ সুপার আবুল বাশার বিকেল ৩ টায় ঢাকার উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন।