নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দর থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব। বৃহস্পতিবার সকাল ১১টায় তার অফিসকক্ষে সাংবাদিকদের সাথে এক ঘরোয়া আলোচনায় মিলিত হন। বন্দরের বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মৌসুমী হাবিব বলেন,সাংবাদিকরা জাতির দর্পণ। সমাজের ভাল-মন্দ সাংবাদিকদের উপর নির্ভর করে। উন্নত দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভালকে আগলে রেখে মন্দকে ধ্বংস করতে হবে। সমাজে যত অন্যায় অবিচার আছে সেগুলোকে গুডবাই জানাতে হবে। বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু’র নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ খান,সাধারণ সম্পাদক এসএম আব্দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক খান সোহেল,যুগ্ম সম্পাদক শাকির আহমেদ বাপ্পী,সমাজ কল্যাণ সম্পাদক আবু সাঈদ মিয়া,প্রচার সম্পাদক সোহেল ইসলাম,সহ-প্রচার সম্পাদক মোঃ ইলিয়াস শেখ,সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াবুর রহমান,প্রাথমিক সদস্য শেখ মোঃ আরিফুল ইসলাম,এসএম এমদাদুল হক মিলন,হাজী মোতালেব হোসেন,শিক্ষানবীশ সাংবাদিক মাহমুদুল হাসান। পরে চা চক্রের মধ্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।