বিজয় বার্তা ২৪ ডট কম
শ্বাসরুদ্ধকর ১ঘন্টা অভিযানের পর অবশেষে উদ্ধার হলো বন্দর থানার প্রধাণ ফটকে আশ্রয় নেয়া সেই বিষধর গুঁইসাপটি। শনিবার বেলা দেড়টায় দয়াল মাসুদ ও সোহেল নামে দু’যুবক অত্যন্ত সু-কৌশলে স্থানীয় একটি দোকানের ভেতরে থেকে। গুঁইসাপ উদ্ধারকালে প্রায় অর্ধ শতাধিক কৌতুহলী জনতা ভিড় জমায়। উদ্ধারকারী দয়াল জানায়,বিগত ৩দিনপূর্বে বন্দর থানা সংলগ্ন ত্রিবেণী খাল থেকে আকস্মিকভাবেই থানার প্রধাণ ফটক সংলগ্ন কড়ই গাছের প্রায় ২০ফূট উপরে গিয়ে আশ্রয় নেয়। দীর্ঘ ৩দিন পরে শনিবার বেলা সাড়ে ১২টায় সাপটি গাছ থেকে আপনা-আপনিই নেমে গিয়ে পার্শ্ববর্তী মসজিদ মার্কেটের শাকিলের ষ্টেশনারী দোকানের ভিতরে ঢুকে পড়ে। দৃশ্যটি অবলোকন করতে থানা পুলিশসহ প্রায় অর্ধ শতাধিক কৌতুহলী জনতা ভিড় জমায়। পরে স্থানীয় দু’যুবক দয়াল ও সোহেল শ্বাসরুদ্ধকর ৩০মিনিট অভিযানের পর উদ্ধার করে তা ঐতিহ্যবাহী ত্রিবেণী খালে ছেড়ে দেয়। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃস্টি করে।