বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ৩১ জানুয়ারি) বিকালে থানার কনফারেন্স রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এতে বন্দর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ইন্সেপেক্টর (তদন্ত) আবু বক্কর সিদ্দিক।
এসময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে পুলিশের সেবার মান নিয়ে করনীয় ও পরামর্শ বিষয়ে অলোচনা করেন ইন্সপেক্টর (তদন্ত) আবু বক্কর সিদ্দিক।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, সন্ত্রাস ও ডাকাত নির্মূল নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন সাংবাদিক, সিটি কর্পোরেশনসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।
এসময় উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার মঞ্জুল আলম, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম রিমন, সদস্য আবু সুফিয়ান স্থানীয় ব্যাক্তিবর্গরা।