বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর থানার নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ঢাকা হেড কোয়াটারের অতিরিক্ত ডিআইজি বাশার তালুকদার। বুধবার বেলায় ১২টায় আকস্মিকভাবে তিনি ওই পরিদর্শণে আসেন। এ সময় কাজের অগ্রগতি ও থানার কর্মকান্ড সম্পর্কে খোঁজ-খবর নেন। অতিরিক্ত ডিআইজি বন্দর থানার উন্নয়নে সন্তষ্টি প্রকাশ করেন।
একই সাথে বর্তমান ওসি’র কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
ভবন পরিদর্শনে অতিঃ ডিআইজি বাশার তালুকদারের ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা হেড কোয়াটারের এএসপি সুভাষ চন্দ্র সাহা,পি পিআইব্লিউটি এর এক্সচেঞ্জ মাহাবুব আলম,উপ-বিভাগীয় প্রকৌশলী শারমিন আক্তার,বন্দর থানার অফিসার ইনচার্জ একেএম শাহীন মন্ডল,এসআই সালাউদ্দিন,এসআই আনোয়ার,পিএসআই আব্দুল আলিম প্রমূখ।