বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতা মুলক কর্মসূচির মাধ্যমে প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। সকালে বন্দর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে প্রকল্পের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আ.ফ.ম. মুশিউর রহমান।
আয়াত এডুকেশন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের আওতায় বন্দর উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রম শুরু হয়েছে। তিন বছর মেয়াদী এই পাইলট প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য-সেবায় প্যালিয়েটিভ কেয়ার সংযুক্তি করা ও জনসচেতনতা তৈরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত রোগীদের জীবনের প্রান্তিক সময়টুকু ভোগান্তি বিহীন, যন্ত্রনা বিহীন ও নিরাপদ করার লক্ষ্যে চিকিৎসা সেবার যে জ্ঞান তাই প্যালিয়েটিভ কেয়ার নামে পরিচিত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. শহিদুল ইসলাম, এনসিডিসি । সভাপতিত্ব করেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেবুবা সাঈদ।
উল্লেখ্য এনসিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর প্রত্যক্ষ সহযোগিতায় আয়াত এডুকেশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ডওয়াইড হসপিস প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স (WHPCA), এবং ওয়ার্ল্ড হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স এবং সেন্ট ক্রিস্টোফার হসপিস এর যৌথ উদ্যোগে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।