নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মঙ্গলবার বন্দর উপজেলা ভূমি অফিসের মুক্ত মঞ্চে মুক্ত কথন অর্থাৎ গণশুনানী অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত হতে আসা নিরীহ ভূমি মালিকদের নানা প্রকার হয়রানি ও ভোগান্তি হতে রেহাইপূর্বক সেবা দিতে বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) হোসনে আরা বীণা ওই কার্যক্রম পরিচালনা করেন এবং তাদের কথা শুনে এর প্রতিকারও করেন। এ সময় আগত ভূমি মালিকরা এসিল্যান্ড হোসনে আরা বীণার কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ করে বলেন,দীর্ঘ দিন পরে হলেও বন্দর উপজেলা ভূমি অফিস সম্পূর্ণরূপে দালালমুক্ত এবং দুর্ণীতিমুক্ত হয়েছে। এটা ভূমি মালিকদের জন্য সু খবর। বিগত দিনে দালালদের মাধ্যমে বিভিন্ন কর্মকর্তারা সাধারণ ভূমি মালিকদের জিম্মি করে কোটি কোটি টাকার বানিজ্য করে আসছে। কিন্তু হোসনে আরা বীণা যোগদান করেই। ভূমি অফিসের চেহারাই যেন একেবারে পাল্টে দিয়েছেন। হোসনে আরা বীণার মতো অফিসারদের কারণে দেশের সরকারি দপ্তরগুলো এখনো ভালো রয়েছে। মানুষের সেবায় তার যে উদারতা,মহানুভবতা এবং আন্তরিকতা তা অনেক জনপ্রতিনিধির মধ্যেও নেই। সেবাপ্রার্থীরা মহান এ ভূমি কর্মকর্তার সুস্ব্স্থ্যা ও দীর্ঘায়ূ কামনায় দোয়া প্রাথণা করেন। এ ব্যাপারে এসিল্যান্ড হোসনে আরা বীণার সঙ্গে আলাপকালে তিনি জানান,আমি আমার কর্তব্য পালণ করেছি। প্রত্যেকেই যদি নিজ নিজ অবস্থান হতে অসহায় সাধারণ মানুষকে সেবা দান করে তাহলে এই দেশের মানুষের কোন সমস্যাই থাকার কথা নয়। কর্মক্ষেত্রে আমাদের প্রত্যেককেই দায়িত্ববান হওয়া উচিত।