বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় বন্দর ইউনিয়ন’স্থ কলাবাগ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনীকক্ষে সম্মেলনের মধ্য দিয়ে ৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নিজাম উদ্দিন আহমেদ। বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন,বন্দর থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এলিন,বন্দর ইউনিয়ন যুবলীগ সভাপতি আলী হোসেন,২১নং ওয়ার্ড আ’লীগ নেতা ছালাউদ্দিন,বন্দর উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আলী,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা তাইফুল সুমন জালাল,সাইদুর রহমান জিএম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নিজাম বলেন,জননেত্রী শেখ হাসিনার সুচারু নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দল শক্তিশালী হলে প্রধাণমন্ত্রীর হাত শক্তিশালী হবে। কমিটিতে মোঃ জাহিদুল ইসলাম বাবলুকে সভাপতি,শামীম আহমেদ রিপনকে সাধারন সম্পাদক ও মেহেদী হাসান অভিকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এছাড়া অন্যান্যের মধ্যে আশরাফুজ্জামান,সাইদুর রহমান বাপ্পী,মোঃ পনির,মোঃ ফারুককে সহ-সভাপতি,মনির হোসেনকে প্রচার সম্পাদক,নাজমুল খন্দকারকে সহ-প্রচার সম্পাদক,মোঃ শরীফকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক.মোঃ নাহিদকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,নজরুল ইসলামকে যুগ্ম সম্পাদক,হাবিবুল্লাহ স্বপনকে কার্যকরি সদস্য করা হয়।