নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার ৫টি ইউনিয়নের ২৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন সংগ্রহ ও মেম্বার পুরুষ-মহিলা পদে এ পর্যন্ত ২৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ধামগড়ে ৮জন, মদনপুরে ৩ জন, বন্দরে ৩ জন, কলাগাছিয়ায় ৬ জন ও মুছাপুর থেকে ৪ জন চেয়ারম্যান পদে গতকাল বৃহস্পতিবার মনোনয়ন সংগ্রহ করে প্রার্থী হয়েছেন। মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভ’ইয়া মনোনয়ন সংগ্রহ করেন, ধামগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলমাছ ভ’ইয়া মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সাধারণ সদস্য পদে জন সংগ্রহ ও জন জমা দিয়েছেন। মুছাপুরের ৭ নং ওয়ার্ডে মঞ্জুর মেম্বার, ৮ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন মনোনয়ন পত্র জমা করেন। সংরক্ষিত মহিলা পদে জন সংগ্রহ ও জন জমা দিয়েছেন। আগামী ৯ মে পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা নেয়া হবে। ১৩ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১৯ মে বাছাই ও ২০ মে প্রতীক বরাদ্ধ। ইতি মধ্যে যারা নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করেছে বন্দর নির্বাচন অফিস থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।