বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৮৪পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় ও রাতে পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে নবীগঞ্জ একরামপুর ইস্পাহানী এলাকার কুখ্যাত মাদক স¤্রাট হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে রমজান(৩০) ও পশ্চিম হাজীপুর এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে দীন ইসলাম(৩৩)। এদের মধ্যে রমজানের কাছ থেকে ৩০ পিছ এবং দীন ইসলামের কাছ থেকে ৫৪পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে। ধৃতদেরকে পুলিশ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।