বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে সৌরভ (৭) নামে এক প্রতিবন্ধী শিশু’র সন্ধান মিলেছে। শনিবার বেলা ১২টায় থানার কবিলের মোড় এলাকা হতে বাপ্পী ও সুজন নামে দু’বন্ধু কুঁড়িয়ে পায়। শিশুটি নিজের নাম সৌরভ এবং পিতার নাম সুমন ছাড়া আর কিছুই বলতে পারেনা। এ ব্যাপারে বন্দর থানা পুলিশ একটি সাধারণ ডায়েরী করে উল্লেখিত দু’যবকের হেফাজতে দিয়ে দেয়। স্বজনদের সন্ধান পাওয়া গেলে তথ্য প্রমাণাদির ভিত্তিতে হস্তান্তর করা হবে।