বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৭শ ৩৫পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার একরামপুরস্থ মৃত ইউসূফ মিয়ার ছেলে আবির হোসেন পারভেজ (৩০),নারায়নগঞ্জ নতুন ১৪নং মিশনপাড়া এলাকার নাজির হোসেনের ছেলে এইচএম ফাহাদ (৩০) ও বন্দর বেপারী পাড়া এলাকার হান্নান মিয়ার ছেলে বিপ্লব (৩৭)।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা এন্ট্রি করা হয়েছে। যার নং ৩১,৩২(০৯)১৮ইং।
জানা গেছে,বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায় অভিযানে বন্দর থানার এসআই শাখাওয়াত ও এএসআই শামিমের নেতৃত্বে বন্দর থানার একরামপুরস্থ পারভেজের নিজ বাসা হতে পারভেজকে ৬’শ ও তার সহযোগী ফাহাদকে ১শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। একই রাতে বেপারীপাড়া সোনাবিবি রোড হতে বিপ্লবকে ৩৫পিছ ইয়াবাসহ আটক করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।