বিজয় বার্তা ২৪ ডট কম
২ বান্ডিল তাশ ও জুয়া খেলার নগদ ১৫’শ টাকাসহ ৫ জুয়ারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। রোববার রাতে বন্দর থানার লক্ষনখোলাস্থ শফিউদ্দিন মিয়ার গোডাউনের ভিতর থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় জুয়া আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে জুয়ারী ফারুক (৪০) একই এলাকার মৃত আক্তার হোসেন মিয়ার ছেলে শহিদুল্লাহ (৫০) একই এলাকার আব্দুল মোতালিব মিয়ার ছেলে মোক্তার হোসেন (৪৫) মৃত মমতাজ উদ্দিন মিয়ার ছেলে শাহাবুদ্দিন (৪২) ও মৃত সিরাজ উদ্দিন মিয়ার ছেলে অপর জুয়ারী সফিউদ্দিন (৪৮)। ধৃত ৫ জুয়ারীকে উক্ত মামলায় সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।