বিজয় বার্তা ২৪ ডট কম
গত বৃহস্পতিবার রাতে বন্দর থানা পুলিশ থানার জিওধরা আদমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়ারীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ২ হাজার টাকাও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে জিওধরা এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে পিয়ার আলী(২৬),আদমপুর এলাকারমৃত বাহাউদ্দিনের ছেলেরাকিব হোসেন(২৪),আবু রায়হানের ছেলে মজিবুর রহমান(২৫),খোকা মহিউদ্দিনের ছেলেরকিব(২৩) ও সানোয়ার হোসেনের ছেলে কাউসার মিয়া(২৬)। ধৃতদেরকে শুক্রবার দুপুরে জুয়া আইনে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।