নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যদের মনোনয়নপত্র বাছাইয়ের পর বৃহস্পতিবার ৫টি ইউনিয়নের মেম্বার প্রার্থীদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। দিনভর বাছাই শেষে মুসাপুর ইউনিয়নে মেম্বার পদে ৩৯জনের এবং ধামগড়ে ৩৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একই দিন বন্দর ইউনিয়নে ৪১জন,কলাগাছিয়ায় ইউনিয়নে ৪৩জন এবং মদনপুর ইউনিনয়নে ২৭জন মেম্বার প্রার্থীর মনোনয়ন সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত হয়েছে। আগামী ১৯মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং প্রতীক বরাদ্ধ করা হবে ২০ মে। প্রাপ্ত তথ্য অনুযায়ী শেষ দিনে মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহিবুর রহমান ভূইয়া নামে জনৈক মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।