নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরে প্রাইভেটকার ভর্তি ৪শ’৮ কাটন (১৭ কাটন)সহ হলেন্ডি ও জার্মানক্যাচ বিয়ারসহ ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে থানার মদনগঞ্জ-মদনপুর সড়কের হাজীপুর নামক স্থানে অভিযানকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে সুদূর ফরিদপুর জেলার সদর থানাধীন শ্যামসুন্দরপুর গ্রামের শহীদুজ্জামানের ছেলে মাহফুজুর রহমান সৌরভ(৩২) ও এনায়েতনগর এলাকার জয়নাল মিয়ার ভাড়াটিয়া খোকন মিয়ার ছেলে শফিকুল(২৪)। পুলিশ জানিয়েছে,উল্লেখিতরা দীর্ঘ দিন ধরে ইয়াবা,মদ ও বিয়ারসহ নানা প্রকার মাদকদ্রব্য পাচার করে আসছিল। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মদনগঞ্জ-মদনপুর সড়কের হাজীপুর নামক স্থানে অবস্থানকালে গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানার চৌকশ সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামান আকন্দ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হানা দিয়ে তাদেরকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তাদের ব্যবহৃত (ঢাকা মেট্রো ক ০৩ ৯৫২৩ নম্বরের) প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪শ’৮ কাটন (১৭ কাটন)সহ হলেন্ডি ও জার্মানক্যাচ বিয়ার উদ্ধার করে। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আদলতে পাঠানো হয়েছে।