নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে বাদল(৫০) নামে ৩ সন্তানের জনকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে থানার দেওয়ানবাগস্থ চানপুর এলাকা হতে ওই লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায়,ও পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত বাদল ওই এলাকার মৃত পান্ডব আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়,বন্দর থানার দেওয়ানবাগস্থ চানপুর এলাকার মৃত পান্ডব আলীর ছেলে বাদলের সঙ্গে বিগত ১৬ বছর পূর্বে সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও এলাকার জানে আলমের মেয়ে জেসমিন বেগমের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের ১৬ বছরে তাদের সংসারে ৩টি সন্তান রয়েছে। এরা হচ্ছে যোবায়ের (১৫),রাকিব(১০),জাহিদ(৮)। এদিকে বিগত ১বছর পূর্বে জেসমিন স্বামীর অজান্তে সোনারগাঁয়ের বাইশটেকী এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে মজিবুরকে ট্রাপে ফেলে বিয়ে করে । এ ঘটনায় মজিবুরের স্ত্রী নাজমা বেগম একটি মামলাও দায়ের করেন। বিষয়টি জানতে পেরে প্রথম স্বামী বাদলের সঙ্গে স্ত্রী জেসমিনের কলহ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার স্বামীকে মারপিটও করে। রোববার রাতে উভয়ের মধ্যে ফের দ্বন্ধ হয়। সোমবার সকালে স্বজনরা ও আশ পাশের লোকজন বাদলের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বাদলের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।