বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের ধামগড় ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে ও রোববার সকালে সোনাচড়া, রামনগর ও মালামত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। যার মামলা নং- ৬৩(২)১৮ ধারা- ৩৯৯/৪০২ দঃবিঃ। ধৃত ডাকতারা হলো বন্দর উপজেলার মালামত এলাকার জয়নাল মিয়ার ছেলে ডাকাত ডালিম ওরফে ডাইল্লা (৩২) একই উপজেলার রামনগর এলাকার মৃত আকবর ডাকাতের ছেলে ডাকাত মামুন (৩৫) ও সোনাচড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে অপর ডাকাত আল- আমিন (২২)। পুলিশ জানিয়েছে, গত ২৭ ফেব্রæয়ারী দিন দুপুরে ধামগড় সেনেরবাড়ী জাহাঙ্গীর ঝুটের গোডাউনে পিছনে উলুবনে ডাকাতির প্রস্তুতিকালে ধামগড় ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে মদনপুর উত্তর চাঁনপুর এলাকার আলী ভান্ডারী মিয়ার ছেলে ডাকাত স্বপন ও ধামগড় মালামত এলাকার আব্দুল জাব্বার মিয়ার ছেলে ডাকাত সদস্য জাবেদ ওরফে শান্তকে গ্রেপ্তার করলেও অপর ডাকাত ডালিম, মামুন ও আল আমিনসহ অন্যরা কৌশলে পালিয়ে যায় । পুলিশ ধৃত ডাকাতদের কাছ থেকে ধারালো অস্ত্র চার্জার লাইট, তালা কাটার মেশিন ও গ্যাস ব্যানার উদ্ধার করে। এ ব্যাপারে ধামগড় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে ডাকাত ডালিম, মামুন ও আল- অমিন র্দীঘ দিন ধরে পলাতক থাকে। ধামগড় ফাঁড়ী পুলিশ ও বন্দর থানা পুলিশ শনিবার রাতে ও রোববার সকালে পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে এ ৩ ডাকাতকে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত ৩ ডাকাতকে ৭দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।