বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরের তিনটি ইটভাটাকে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন ওই জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বন্দরের বাবা- মায়ের দোয়া, চাচা- ভাতিজা ও আল্লাহর দান এই তিনটি ব্রিক ফিল্ডস কোন রকম বৈধ কাগজপত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করছিল। অভিযানের সময় ইটভাটা পরিচালনায় বৈধ অনুমতিপত্র মালিকপক্ষগুলো দেখাতে পারেনি। তাই তাদের ইটভাটাগুলোকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ভবিষৎতে ওই ব্রিক ফিল্ড মালিকগণ বৈধ অনুমতিপত্র না পাওয়া পযন্ত উৎপাদন কার্যক্রম পরিচালনা করবেন না বলে মুচলেকা দিয়েছে। অভিযানের সময় বন্দর থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।